রাজিবুল হক সিদ্দিকী , কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
কিশোরগঞ্জ ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও মুক্তিযুদ্ধ বিষয়ক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সোমবার ২৫ মার্চ জেলা প্রশাসনের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমীতে এক আলোচনা সভার অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রুবেল মাহমুদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, সিভিল সার্জন ডাঃ সাইফুল ইসলাম, কিশোরগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, উপ-পরিচালক মোঃ আব্দুস সাত্তার জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম.এ আফজল। দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আসাদ উল্লাহ।
Leave a Reply