এখনকার বিজ্ঞানীরা মাটির নীচে থেকে পাওয়া ফসিল পরীক্ষা করে লক্ষ লক্ষ বছর আগেকার প্রাণীদের আকৃতি এবং তাদের জীবনযাপন সম্বন্ধে অনেক তথ্য যোগাড় করেছেন।
তবে পাণ্ডারা কি করে লক্ষ লক্ষ বছর ধরে নিজেদের অস্তিত্ব বজায় রেখেছে তা জানবার জন্য ফসিলের দরকার পড়ে না। কারণ তারা নিজেরাই এক একটা “জ্যান্ত ফসিল”। তাই, জীবন- সৃষ্টি ও জীবসৃষ্টি তত্ত্বানুসন্ধানী বিজ্ঞানী- দের কাছে পাণ্ডাদের তাৎপর্য খুবই গুরুত্বপূর্ণ। তাইত বিজ্ঞানীরা পাণ্ডাদের খুব আদর করেন এবং গর্বভরে বলেন: “পাণ্ডারা আমাদের অমূল্য সম্পদ।”
Leave a Reply