কিশোরগঞ্জ প্রতিনিধি: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৪ উপলক্ষে আয়োজিত কিশোরগঞ্জ প্রশাসনসহ মোট ১৩ টি উপজেলায় স্বাধীনতা দিবস কুচকাওয়াজ অনুষ্ঠিত কুচকাওয়াজে কিশোরগঞ্জ জেলা সদর, হোসেনপুর ও ভৈরব উপজেলায় ১ম আনসার ও ভিডিপি কন্টিনজেন্ট কমান্ডার হিসাবে নেতৃত্ব দেন।
তিনজন উপজেলা মহিলা প্রশিক্ষিকা তারা হলেন ইতি আক্তার, মোছাঃ খাদিজা, স্বর্না আক্তার তিনজনই উপজেলা মহিলা প্রশিক্ষিকা হিসাবে বর্তমানে কিশোরগঞ্জ জেলার তিনটি উপজেলায় কর্মরত বর্তমানে সরকারের নারী উন্নয়ন ও ক্ষমতায়নের পাশাপাশি নেতৃত্বের অদম্য যাত্রায় আনসার ও ভিডিপি সর্বদা সচেষ্ট, উল্লেখ্য যে এই বাহিনীর তৃনমূলের অর্ধেক সদস্যই নারী সদস্য। কুচকাওয়াজে কমান্ডার হিসেবে উপজেলা মহিলা প্রশিক্ষিকাদের নেতৃত্ব প্রদান ও বিষয়টি সর্বত্র প্রশংসিত হয়।
জেলা কমান্ড্যান্ট আনসার ও ভিডিপি কিশোরগঞ্জ জানান “প্রথম বারের মতো এই উদ্যোগ জেলার অন্যান্য নারী সদস্যদের মধ্যে অনুপ্রেরনা ও উৎসাহ সঞ্চার করবে, পাশাপাশি নারীর নেতৃত্বের অগ্রায়ণ উন্নয়ন ও ক্ষমাতায়নের ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখবে।
Leave a Reply