শিবলী আহম্মেদ সুজন
রাস্তায় বের হয়ে যেন স্বস্তি মিললো । রাস্তায় তেমন যানজটের দেখা পাওয়া গেল না । বনানী রেঁস্তোরার স্টাফ বাইরে ইফতার সাজিয়ে রেখেছে বিক্রির জন্য । বনানী রেঁস্তোরার ভিতরের পরিবেশ খুবই ভালো । দেওয়ালে লাগানো রয়েছে খাবারের ছবি ও খাবার মেনু ।
বনানী রেঁস্তোরার ম্যানেজার মোঃ কবির এর সাথে কথা বলে যা জানা গেল-
ইফতারে বেচা-কেনা কেমন হচ্ছে ?
এ প্রশ্নের উওরে তিনি জানান, বেচা-কেনা খুব ভালো হচ্ছে ।
ইফতার করতে পারবে কত জন ?
এ প্রশ্নের উওরে বলেন , আমাদের এখানে ইফতারি করতে পারবে ২৫ জন ।
সেহেরির ব্যবস্থা আছে কি ?
প্রশ্নের উওরে তিনি বলেন, আমাদের এখানে সেহেরির কোন ব্যবস্থা নেই ।
কোন বয়সী ক্রেতা বেশি ইফতারি কিনতে আসে?
এ প্রশ্নের উওরে তিনি বলেন, আমাদের এখানে তরুণ ও মধ্যে বয়সী সবাই আসে ইফতারি কিনে বাসায় নিয়ে যায়।
বনানী রেঁস্তোরাতে সে সকল খাবার আইটেম আছে –
১) হালিম /২০০/৩০০ /৪০০টাকা
২) পেয়াজু ১০ টাকা
৩) আলুর চপ ১০ টাকা
৪) বেগুনি ১০ টাকা
৫) ডিম চপ ২০ টাকা
৬) জালি কাবাব ২৫ টাকা
৭) জিলাপী (প্রতিকেজি ) ২০০/৪০০ টাকা
৮) বুরিন্দা ২০০ টাকা
৯ ) ছোলা (প্রতিকেজি) ৪০০ টাকা
বনানী রেঁস্তোরা টি খুঁজে পাওয়া খুব সহজ ।এটি বনানী কাকলী মোড়ে অবস্থিত ।ঠিকানাঃএইচ-১০৩ , নিউ এয়ারপোর্ট রোড,বনানী ,ঢাকা-১২১৩।
Leave a Reply