রবিবার, ০৫ মে ২০২৪, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
পাকিস্তান ও চায়না সিপিইসি প্রকল্পে সহযোগিতা বাড়াতে অঙ্গীকার করেছে ফের লন্ডনের মেয়র হলেন সাদিক খান – এই নিয়ে টানা তৃতীয়বার ঢাকাসহ বেশ কিছু জায়গায় কালবৈশাখী আঘাত হানতে পারে সবজির বাজারে ‘পঞ্চায়েত সিজন-৩’ এর প্রচার চালাচ্ছে নির্মাতারা কিউবার জন্য একটি অসম্ভাব্য সুযোগ গাজীপুরে আগুনে তুলার গুদাম পুড়ে ছাই আন্তর্জাতিক চাহিদার প্রয়োজনে বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম প্রণয়নের আহ্বান রাষ্ট্রপতির সশস্ত্র বাহিনী সংকটে জনগণের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা অর্জন করেছে : প্রধানমন্ত্রী ফের চিরচেনা রূপে ফিরছে আর্লিং হলান্ডের-একাই করেছে ৪ গোল উল্কা গেমস লিমিটেডের নামে থাকা ব্যাংক হিসাবের লেনদেন স্থগিত করেছেন : হাইকোর্ট

বিএসএমএমইউতে নানা আয়োজনে স্বাধীনতা দিবস উদযাপন

  • Update Time : মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪, ৬.১০ পিএম

সারাক্ষণ ডেস্ক

নানা আয়োজন ও বিভিন্ন কর্মসূচী পালনের মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৪ উদযাপিত হয়েছে। 

কর্মসূচির মধ্যে ছিল ভোরে জাতীয় পতাকা উত্তোলন, সকালে বি ব্লকে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যূরালে, সি ব্লকের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে, সাভার জাতীয় স্মৃতিসৌধে ও ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অপর্ণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে মোনাজাত, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আলোকসজ্জাকরণ, এ বিশ্ববিদ্যালয়ের হাসপাতালে রোগীদের জন্য উন্নতমানের খাবার পরিবেশন, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ইত্যাদি।

এ সকল কর্মসূচীতে অত্র বিশ্ববিদ্যালয়ের বর্তমান মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ মনিরুজ্জামান খান, প্রক্টর অধ্যাপক ডা. মোঃ হাবিবুর রহমান দুলাল প্রমুখসহ  ডীনবৃন্দ, রেজিস্ট্রার, পরিচালকবৃন্দ, বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ, অফিস প্রধানগণ, শিক্ষকবৃন্দ, ছাত্রছাত্রী, চিকিৎসক, কর্মকর্তা, নার্স, মেডিক্যাল টেকনোলজিস্ট ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

kjhdf73kjhykjhuhf
© All rights reserved © 2024