সারাক্ষণ ডেস্ক
মুক্তি পেলো বলিউড সুপারস্টার অক্ষয় কুমার ও টাইগার শ্রফ অভিনীত ‘বাড়ে মিয়া ছোটে মিয়া’ সিনেমার অফিসিয়াল ট্রাইলার ।
অক্ষয় কুমার ও টাইগার শ্রফ এই জুটি তাদের মার্শাল আর্ট দক্ষতার জন্য সুপরিচিত।
‘বাড়ে মিয়া ছোটে মিয়া’ সিনেমাটি ২০২৪ সালের সবচেয়ে বহুল প্রতীক্ষিত সিনেমাগুলোর মধ্যে একটি হতে যাচ্ছে । যেখানে তাদের দুইজনকে দেখা যাবে অ্যাকশন অবতারে।
‘বাড়ে মিয়া ছোটে মিয়া’ সিনেমাটিতে অক্ষয় কুমার ও টাইগার শ্রফ আর্মি অফিসারের চরিত্রে অভিনয় করেছেন। সিনেমাতে তাদেরকে ভারতের বিপদজ্জনক শত্রু পৃথ্বীরাজ সুকুমারনের বিরুদ্ধে লড়াই করতে দেখা যাবে।
সিনেমাটিতে অভিনয় করেছেন রনিত রায়, সোনাক্ষী সিনহা, যুগল হংসরাজ,জাহ্নবী কাপুর, মানুশি চিল্লার সহ আরো অনেকে।
বাড়ে মিয়া ছোটে মিয়া সিনেমাটি পরিচালনায় রয়েছেন আলী আব্বাস জাফর।
সিনেমাটি ১০ এপ্রিল ২০২৪ এ প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ।
Leave a Reply