সারাক্ষণ ডেস্ক
টানা কয়েকদিন ধরে চলা ভ্যাপসা গরমে অস্বস্তিতে নগরবাসী। সেই সঙ্গে হঠাৎ করে বাতাস ছেড়ে ঝড়-বৃষ্টির দেখাও মিলছে গত কয়েকদিন ধরে।
তবে আজ রাজধানী ঢাকাসহ পাঁচ বিভাগের দুএক জায়গায় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাস অনুসারে, এসব এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এ সময় দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। বুধবার (২৭ মার্চ) আবহাওয়াবিদ ওমর ফারুক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আবহাওয়া অধিদপ্তর থেকে দেওয়া ৭২ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
এদিন পূর্বাভাস অনুসারে, ঢাকা, রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুএক জায়গায় অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে ঝরতে পারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি।
আবহাওয়াবিদদের মতে, সারা দেশে দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
গতকাল রাঙ্গামাটিতে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস।
এদিন সকালে সিলেটে সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩ ডিগ্রি সেলসিয়াস।
এ ছাড়া বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থা পর্যালোচনায় বলা হয়েছে, দেশের উত্তরপূর্বাঞ্চলে বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে।
Leave a Reply