শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ০৮:২৩ পূর্বাহ্ন

কোভিড উত্তর স্মৃতি কমে যাওয়া থেকে রক্ষা পেতে অনেকেই যাচ্ছেন হামর্দদে

  • Update Time : বুধবার, ২৭ মার্চ, ২০২৪, ৬.৫৯ পিএম

ফয়সাল আহমেদ

কোভিডের পর থেকে অনেকেই কিনছেন হামর্দদের কোভি। থানকুনি পাতা বা গিঙ্কো বিলোভা দিয়ে তৈরি এই ওষুধ মূলত মানুষের স্মৃতি শক্তি ও স্মায়ু রোগের জন্য অনেক উপকারি, এমনটাই দাবি করে হামর্দদ।

কোভিড-১৯ উত্তর একটি বড় উপসর্গ দেখা দিয়েছে যারা কোভিডে আক্রান্ত হয়েছিলেন, তাদের অনেকে অনেককিছু ভুলে যান। এমনও তারা স্মৃতি শক্তির সমস্যায় ভূগছেন।

যে কোন বয়সের মানুষের মধ্যে এই সমস্যা দেখা দিয়েছে। এ কারণে বিভিন্ন ফার্মাসিটিকাল কোম্পানিও উৎপাদন বাড়িয়ে দিয়েছে গিঙ্কো বিলোভার। তবে তারপরেও এক শ্রেনীর মানুষ হামর্দদের কোভিকে বেশি বিশ্বাস করছে। তারা মনে করছেন, এরা যেহেতু ন্যাচারাল মেডিসিন তৈরি করে অতএব এদেরটাই ভালো হবে।

যেমন শুধু বাংলাদেশ নয়, দীর্ঘদিন যাবত ভারতেও রয়েছে হামর্দদের সাফি নামক সিরাপের বিশাল বাজার ।

এছাড়া এ রমজানে শত কিছুর পরেও এখনও এ দেশের বিপুল সংখ্যক মানুষের প্রিয় পানীয় রুহআফজা।

গতকাল সারাক্ষণ থেকে যাই হামদার্দের ব্রাঞ্চ অফিস গুলিস্তানে। সেখানে কথা হয় ডাক্তার মোঃ মোনায়েম খানের সাথে। এর পরে ওখান থেকে যাই বাংলা মোটর রূপায়ন ট্রেড সেন্টার হামদর্দের হেড অফিস বা প্রধান কার্যালয়ে। তাদরে সঙ্গে কথা হয় হামদর্দের বিভিন্ন কার্যক্রম এবং ঔষধের  বিস্তারিত বিষয় নিয়ে।

হামদর্দ পৃথিবীর বৃহত্তম ইউনানি ঔষধের প্রস্তুতকারক। হাকিম হাফিজ আব্দুল মজিদ ১৯০৬ সালের ১ লা আগস্ট দিল্লীতে হামদর্দ প্রতিষ্ঠা করেছিলেন। হামদর্দ শব্দটি দ্বারা বুঝায় ব্যথার সহযোগী এবংসবার জন্য সহানুভূতি। বর্তমানে বাংলাদেশে হামদর্দ হারবাল ঔষধ শিল্পে একটি পরিচিত নাম। দেশেহামদার্দ এর ২৭০ টি চিকিৎসালয় রয়েছে। হামদর্দ এর ঔষধ ও পণ্য সংখ্যা প্রায় ৬০০।

সাধারণ ও জটিল প্রায় সকল রোগসমূহের চিকিৎসা হামদর্দে রয়েছে। হামদর্দ তাদের এই চিকিৎসা বাংলাদেশের জনসাধারনের নিকট পৌছে দিচ্ছে প্রতিনিয়ত । হামদর্দ ফাউন্ডেশনের হলো একটি সহযোগী প্রতিষ্ঠান।

বিভিন্ন গাছপালা ও আয়ুর্বেদিক ভাবে তৈরি করা হয় এই ঔষধ। হামদর্দদের ঔষধের ৩ টি ডিভিশনহয়েছে যথাঃ

১।  ইউনানী ডিভিশন

 ২। হারবাল ডিভিশ।

৩। ফুড ডিভিশন।

প্রথমেই বলি ইউনানী ডিভিশন নিয়ে, ইউনানী ডিভিশন অত্যন্ত কার্যকরী। এই ডিভিশনের ঔষধ গুলো ঔষধি গাছ গাছালি ফল মূল থেকে তৈরি। ঠান্ডা জ্বর, পেটে ব্যথা, হজম, শক্তি বৃদ্ধি ইত্যাদি সকল প্রকার সম্যসার সমাধান করা হয় এই ঔষধ গুলো দিয়ে।

এখন বলি হারবাল ডিভিশন নিয়ে, বিভিন্ন ঔষধি গাছের বাকল লতাপাতা  ইত্যাদি দিয়ে এইডিভিশনের ওষুধ তৈরি করা হয় । এটি সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান তৈরি। ডায়াবেটিস, যৌন সমস্যা,রক্তবৃদ্ধি, পুষ্টিহীনতায় ভোগা, লিভারের সুরক্ষা ইত্যাদি সকল অসুস্থতা প্রাকৃতিক ঔষধ দ্বারা দূর করার ঔষধ এই ডিভিশনে।

সর্বশেষ ফুড ডিভিশন। ফুট ডিভিশনের প্রথমে আছে হামদর্দের বিখ্যাত রুহ আফজা।চর্ম রোগের জন্য বিভিন্ন শরীরে ব্যবহার করার উপযোগী এবং  মাথায় ব্যবহার বা শরীরে ব্যবহার করার বিভিন্ন রকম তেল ইত্যাদি পণ্য। যা দেহের জন্য অতন্ত উপকারি।

পৃথিবী জুড়ে এ মুহূর্তে ন্যাচারাল মেডিসিনের দিকে মানুষের ঝুঁকে পড়ার হার অত্যন্ত বেশি। ভারতের বিশেষ কর দক্ষিন ভারতে ন্যাচারাল মেডিসিনের চিকিৎসা নেবার জন্যে আসছে সারা পৃথিবী থেকে রোগিরা। চায়না কখনই তাদের ন্যাচারাল মেডিসিনকে পেছনে ফেলে দেয়নি। সকল চিকিৎসা ক্ষেত্রে তারা দুই ধারার মেডিসিন ব্যবহার করে চলেছে। আর এটা দক্ষিন পূর্ব এশিয়ার সবগুলো দেশেই। জাপানে ন্যাচারাল মেডিসিনের ব্যবহার তুঙ্গে বলা যেতে পারে।

বাংলাদেশে ইউনানি ও আর্য়ুবেদিক চিকিৎসা এক সময়ে চিকিৎসার মূল কেন্দ্রে ছিলো। মাঝখানে কিছুটা পিছিয়ে পড়লেও বর্তমানে হামর্দাদের বিস্তার লক্ষ্যনীয়।

এছাড়াও হামদর্দের রয়েছে দেশজুড়ে বিভিন্ন স্কুল, কলেজ,মাদ্রাসা,  এবং বিশ্ববিদ্যালয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

kjhdf73kjhykjhuhf
© All rights reserved © 2024