সারাক্ষন ডেস্ক
আম আদমী প্রধান কেজরিওয়াল দুর্নীতির মামলায় গ্রেফতার হবার সপ্তাহ না যেতে লোকসভা নির্বাচন সামনে রেখে পাঞ্জাবের ক্ষমতাসীন আম আদমী পার্টি একটা বড় ধাক্কা খেলো।
পাঞ্জাবের আম আদমী দলের লোকসভা সদস্য সুশীল কুমার রিঙ্কু ও বিধান সভার সদস্য শীতল আঙ্গুরাল আজ বিজেপিতে যোগদান করেছেন।
আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে মি.নরেন্দ্র মোদির বিজেপির জন্য দিল্লি ও পাঞ্জাবে বড় সাফল্য হিসেবেই দেখছেন ভারতের রাজনৈতিক বিশ্লেষকরা।
আর শুধু কেজরিওয়ালের ভাবমুর্তি নয় তার দলও যে ভাঙ্গতে শুরু করেছে সেটা স্পষ্ট হয়ে গেলো।
Leave a Reply