সারাক্ষণ ডেস্ক
থাইল্যান্ডের পার্লামেন্ট সে দেশে সমলিঙ্গ বিয়েকে বৈধতা দিয়েছে।
আজ সে দেশের হাউজ অফ রিপ্রেজিনটেটিভে এ বিল পাশের পক্ষে ৪০০ ভোট পড়ে। এবং বিপরীতে পড়ে মাত্র ১০ ভোট।
এখনে সে দেশের নিয়ম অনুয়ায়ী তাদের সেনেট ৬০ দিনের মধ্যে বিলটি অনুমোদন দেবে। এবং তারপরে তাদের রাজার অনুমোদনের জন্যে সাংবিধানিক কোর্টে পাঠানো হবে।
থাইল্যান্ডে এই বিল পাশের ভেতর দিয়ে শুধু দক্ষিনপূর্ব এশিয় দেশে নয়, সমগ্র এশিয়ার কোন দেশে প্রথম এই সমলিঙ্গ বিয়ে অনুমোদন হলো।
Leave a Reply