সারাক্ষণ ডেস্ক
পাকিস্তান কর্তৃপক্ষ বলেছ তারা খুব শীঘ্রই গোধরা পোর্ট হস্তান্তর করতে যাচ্ছে। এবং এই পোর্ট সিঙ্গাপুর বা সেনজেনের মতো হবে।
পাকিস্তানের বেলুচিস্তানে যে সময় এই পোর্ট তৈরি সমাপ্ত হতে চলেছে সে সময়ে বেলুচিস্তানে নারী শিক্ষার হার যেমন ২% এর নীচে তেমনি সেখানে সামান্য বৃষ্টি হলেই ডুবে যায় হাজার হাজার ঘরবাড়ি।
তাই সে দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, গোধরা পোর্ট পাকিস্তানে হলেও বাস্তবে বিদেশী সাহায্য নিয়ে যারা উন্নয়নের এক অবুঝ দৌঁড়ে বা অগোছালো দৌঁড়ে ছুটছেন তাদের জন্যে গোধরা চোখে আঙুল দিয়ে অনেক কিছু দেখিয়ে দেবে।
Leave a Reply