শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১২:০৯ অপরাহ্ন
শিরোনাম :
দিবারাত্রির কাব্য: মানিক বন্দোপধ্যায় ( ৫০ তম কিস্তি ) হার্ভার্ড থেকে ইয়েল, ফিলিস্তিনের পক্ষে আমেরিকার যেসব বিশ্ববিদ্যালয় বিক্ষোভে উত্তাল ওয়াশিংটনের চিন্তা ভাবনায় পাকিস্তানের কোন অবস্থান নেই মুর্শিদাবাদ-কাহিনী (পর্ব-৩৭) রাশিয়াকে সমর্থন এবং শিল্পে চীনের অতিরিক্ত ‘সক্ষমতা’ নিয়ে অভিযোগ ব্লিংকেনের কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ে একসঙ্গে কাজ করবে স্যামসাং- গুগল স্মার্ট নেতা হবেন কীভাবে? (পর্ব ৪০) জিআই সনদ পেল টাঙ্গাইল শাড়িসহ আরো ১৪ পণ্য,বাণিজ্য কাঠামো নবায়ন করছে যুক্তরাষ্ট্র-পাকিস্তান জাতির পিতার সমাধিতে বিএসএমএমইউ’র নবনিযুক্ত উপ-উপাচার্যের শ্রদ্ধা নিবেদন তাপদাহের মধ্যে ঢাকা আঞ্চলিক কেন্দ্রে পরীক্ষা নেয়ার দাবি বাউবি’র স্নাতকোত্তর শিক্ষার্থীদের

টাইটানিকের ভাসমান কাঠ ৭ লাখ ডলারেরও বেশি দামে বিক্রি

  • Update Time : বুধবার, ২৭ মার্চ, ২০২৪, ৮.৫৪ পিএম

সারাক্ষণ ডেস্ক

টাইটানিক ইতিহাসের অন্যতম সেরা ও জনপ্রিয় মুভি। মুভিতে রোজ চরিত্রে অভিনয় করেছেন কেট উইন্সলেট। টাইটানিকের রোজকে বাঁচিয়ে রাখা সেই ভাসমান কাঠের টুকরোটি নিলামে ৭ লাখ ১৮ হাজার ৭৫০ ডলারে বিক্রি হয়েছে।

১৯৯৭ সালের চলচ্চিত্রটি মুক্তি পাওয়ার পর থেকে ভক্তরা প্রশ্ন তুলেছিলেন যে, কাঠের টুকরোটি তাদের প্রেমের আগ্রহ জ্যাকের সাথে খাপ খাইয়ে নেওয়ার মতো যথেষ্ট বড় ছিল কিনা, যা তাকে বরফের মৃত্যু থেকে বাঁচিয়েছে।

 

কাঠের টুকরোটি দুই দশক ধরে ছিল স্টোরেজে। তার আগে ফ্লোরিডার অরল্যান্ডোয় প্ল্যানেট হলিউডে এটি ডিসপ্লেতে রাখা ছিল। নিলামে ৯০ হাজার ডলার থেকে দাম ডাকা শুরু হয়। ৫ মিনিট পরই তা ৫ লাখ ডলার ছাড়িয়ে যায় এবং শেষ পর্যন্ত ৭ লাখ ১৮ হাজার ৭৫০ ডলারে বিক্রি হয়। কাঠের খণ্ডটি ছিল ২.৪ মিটার লম্বা এবং প্রায় ১ মিটার চওড়া।

 

লিওনার্দো ডি ক্যাপ্রিও অভিনীত জ্যাক জোর দিয়ে বলেছেন যে, প্যানেলটি-একটি দরজার ফ্রেমের অংশ-তার প্রেমিকা রোজের জন্য যথেষ্ট বড় ছিল।মুভিতে  জ্যাক হিমশীতল আটলান্টিকে মারা যান এবং তাঁর দেহ সমুদ্রের গভীরে হারিয়ে যায়।

নিলামে বিক্রি হয়েছে কাঠটি

 

২০১২ সালের আগে, টাইটানিক পরিচালক জেমস ক্যামেরন বলেছিলেন যে, তিনি দিনে কয়েক ডজন ইমেল পান। তাতে প্রায় সবাই যা বলে তা হলো- দৃশ্যটিতে রোজকে “স্বার্থপর” এবং জ্যাককে “বোকা” হিসেবে দেখানো হয়েছে। কিন্তু তিনি বিতর্কের অবসান ঘটিয়ে বলেন, জ্যাককে চিত্রনাট্য অনুযায়ী মরতে হবে।

 

১৯১২ সালে বিশ্বের সবচেয়ে বড় ও বিলাসবহুল জাহাজ টাইটানিক প্রথম যাত্রাতেই ২,২২৪ জন যাত্রী নিয়ে আটলান্টিক মহাসাগরে ডুবে যায়। হাজারেরও বেশি মানুষ মারা যায়। সেই ভয়াবহ বিপর্যয় নিয়ে ১৯৯৭ সালে টাইটানিক মুভির মাধ্যমে তুলে ধরেছিলেন জেমস ক্যামেরন ।

 

বিবিসি ফিচার অবলম্বনে

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

kjhdf73kjhykjhuhf
© All rights reserved © 2024