সারাক্ষণ ডেস্ক: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ড. হাসান মাহমুদ এম পি বলেছেন- আল্লাহর নৈকট্য অর্জনের অন্যতম মাধ্যম হলো রমজান। রমজান মাস অত্যন্ত মহিমান্বিত মাস। কারণ এ মাসেই পবিত্র কোরআন মাজিদ অবতীর্ণ হয়েছে। যা সমগ্র মানবজাতির ইহ ও পরকালীন দিশারি। রোজা হচ্ছে নরকের অগ্নিকুণ্ড থেকে আত্মরক্ষার ঢালস্বরূপ। আত্মশুদ্ধির মাধ্যমে পরিপূর্ণ জীবন গঠনে রমজানের ভূমিকা অনস্বীকার্য। রমজান কেবলই মুসলমানদের জন্য নয়, বরং জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের জন্য কল্যাণের বার্তা বয়ে আনে। তাই রমজানের পবিত্রতা রক্ষায় সকলকে অধিকতর সচেতনতার পরিচয় দেয়া বাঞ্ছনীয় বলে তিনি মন্তব্য করেন।
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর কেন্দ্রীয় চেয়ারম্যান জাতীয় নেতা পীরে তরিকত আল্লামা ছৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী বলেছেন- সর্বপ্রকার অশ্লিলতা, বেহায়াপনা, বেলেল্লাপনা থেকে বিরত থাকা, শঠামী, জোচ্চুরি পরিহার করা, মদ, জুয়া, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, ইভটিজিং এবং দুর্নীতির মতো ইত্যাকার গর্হিত কর্মকাণ্ড থেকে বিরত থাকাই রমজানের অন্যতম দাবী। তিনি আরও বলেন- মাহে রমাদ্বানের আগমনের সাথে সাথে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী সিণ্ডিকেট করে নিত্যপণ্যের গুদামজাত এর মাধ্যমে কৃত্রিম সংকট তৈরি করে। তাতে বাজারে অস্থিরতা সৃষ্টি হয়ে পণ্যসামগ্রী সাধারণের ক্রয়ক্ষমতা বহির্ভূত হয়ে পড়ে। ফলতঃ রোজা পালনে বিঘ্ন ঘটে। তাই সাধারণের রোজা পালনের স্বার্থে পণ্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর উদ্যোগে অদ্য ২৭ মার্চ ২০২৪ ইং মঙ্গলবার বিকেল ৩টায় ঢাকা শহীদ নজরুল ইসলাম সরণীস্থ অভিজাত পার্স হোটেল এণ্ড রিসোর্ট” এর রিক্রিয়েশন লঞ্জ (৭ম তলায়) অনুষ্ঠিত মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে বক্তারা উপরোক্ত মন্তব্য করেন।
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর কেন্দ্রীয় চেয়ারম্যান জাতীয় নেতা পীরে তরিকত আল্লামা ছৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী এর সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ড. হাসান মাহমুদ এম পি।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এএএম একরামুল হক, ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ এম ইব্রাহীম আখতারী, যুগ্ম মহাসচিব পীরে তরিকত আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী, যুগ্ম মহাসচিব পীরে তরিকত আল্লামা মোশাররফ হোসেন হেলালী, যুগ্ম মহাসচিব স ম হামেদ হোসাইন, কেন্দ্রীয় সাংগঠনিক সচিব (ঢাকা বিভাগ) তরিকুল হাসান লিংকন, ঢাকা মহানগর সাধারণ সম্পাদক খোরশেদ আলম প্রাধানিয়া, মাওলানা আল আমিন দেওয়ান, সাংগঠনিক সম্পাদক এস এম তারেক হোছাইন, ইসলামিক যুবফ্রন্ট এর কেন্দ্রীয় সদস্য সচিব এস এম আবু সাদেক ছিটু প্রমূখ।
পরিশেষে দেশ-জাতির কল্যাণ কামনা করে মিলাদ, কিয়াম ও মুনাজাত অনুষ্ঠিত হয়।
Leave a Reply