প্রাচীন চীনে পাণ্ডাদের সংখ্যা নিতান্ত কম ছিল না। প্রাণিবিদ্যাবিৎগণ মনে করেন যে, আজ থেকে কয়েক লক্ষ বছর আগে প্রাণিজগতে পাণ্ডারা ছিল এক বৃহৎ ও বর্ধিষ্ণু জাতিগোষ্ঠী।
তখন পাণ্ডাদের বিচরণভূমি ছিল পূবে-ছাংচিয়াং নদী ও হুয়াইহো নদীর অববাহিকার সমতলভূমি; পশ্চিমে-ইয়ুন্নান-কুইচৌর মালভূমি ও বার্মার উত্তরাংশ; দক্ষিণে-কুয়াংতোং প্রদেশ এবং উত্তরে-পেইচিং এলাকা। অর্থাৎ পূর্ব দ্রাঘিমা ১০০০ ডিগ্রী থেকে ১২৫০ ডিগ্রী আর ২০ থেকে ৪০ উত্তর অক্ষাংশের মধ্যবর্তী ব্যাপক সমতলভূমি ও পাহাড়ী অঞ্চলই ছিল তাদের বাসভূমি।
Leave a Reply