নিজস্ব প্রতিবেদক
বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়াতে খাবারের দাম অনেক বেশি। তাই দুই শিক্ষার্থী সিদ্ধান্ত নিলেন বিশ্ববিদ্যালয়ের পাশেই দুপুরের খাবার বিক্রি করবেন। তাও আবার স্বল্প মূল্যে! আর তা যদি হয় মায়েদের হাতের। তাহলে তো কথাই নেই।
যেই ভাবা সেই কাজ। একদিন দুই শিক্ষার্থী নিজ নিজ বাসায় তাদের মাকে জানালেন। তারপর ভাগাভাগি করে মায়ের হাতে রান্না করে নিয়ে এলেন কাম্পাসে। আর তাতে সাড়াও পড়লো বেশ।
যারা বিশ্ববিদ্যালয়ের সহপাঠীদের জন্য এমন একটি উদ্যোগ নিলেন তাদের নাম ইশতিয়াক আহমেদ ও মেহরীয়ান মহসীন। তারা ব্র্যাক ইউনিভার্সিটির ষষ্ঠ সেমিস্টারের দুই শিক্ষার্থী।
১০ ফেব্রুয়ারিই ছিল তাদের প্রথম দিন। একটা সাধারণ টেবিল, তার ওপর বাক্সভর্তি খাবার। শুরুর এক দিন পরই তাদের খাবার নিয়ে এক আপুর ফেসবুক স্ট্যাটাস। ভাইরালও হয় বেশ।
ইতোমধ্যেই তাদের খাবারের সুনাম পুরো বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়েছে। পড়াশোনার পাশাপাশি সাধারণ শিক্ষার্থী ভাইবোনদের জন্য তাদের এ ধরণের উদ্যোগ বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ের বাইরে ব্যাপক সাড়া ফেলেছে।
তাদের মেন্যুতে আপাতত ডিম-খিচুড়ি ও চিকেন-খিচুড়ি। ডিম-খিচুড়ি ৭০, চিকেন-খিচুড়ি ৯০ টাকা, ভর্তা ফ্রি। দুজনের বাসায় মিলিয়ে রান্না হয় সবগুলো আইটেম।
Leave a Reply