সারাক্ষণ ডেস্ক
এই বাম্পার অনুষ্ঠানের আয়োজন করা হয় ম্যানহাটনের রেডিও সিটি মিউজিক হলে। তাও ছিল ডেমোক্র্যাটিক পার্টির।
বৃহস্পতিবারের অনুষ্ঠানটি ছিল এক তহবিল সংগ্রহের।
আর সেখানেই উপস্থিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে তার পূর্বসূরি বারাক ওবামা ও সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন।
আর আসল ব্যাপার ছিল এটাই এই অনুষ্ঠান থেকে বাইডেন নির্বাচনী প্রচারণার জন্য আড়াই কোটি ডলার পেয়েছেন।
ডেমোক্র্যাটিক পার্টির এই বাম্পার অনুষ্ঠানের আয়োজন করে।
তবে নভেম্বরের নির্বাচনের আগে তহবিল সংগ্রহ শুরু করেছিলেন বাইডেন। তাতে বেশ সাফল্যও দেখিয়েছেন।
অনুষ্ঠান চলাকালে হলের ভেতরেও কেউ কেউ শিস বাজিয়ে ও চিৎকার করে তাদের সঙ্গে সংহতি প্রকাশ করলেও বাইরে বিক্ষোভকারীরা ফিলিস্তিনের পক্ষে শ্লোগান দিচ্ছিলেন।
এদিকে বাইডেনের প্রতিদ্বন্দ্বী ট্রাম্প পুরো ফেব্রুয়ারি মাসেও এ পরিমাণ তহবিল সংগ্রহ করতে পারেননি।
যুক্তরাষ্ট্রের ৪২, ৪৪ ও ৪৬তম প্রেসিডেন্ট একটি প্রশ্নোত্তর পর্বে অংশ নেন। সঞ্চালক ছিলেন কমেডিয়ান স্টিফেন কোলবার্ট। তিন সাবেক প্রেসিডেন্টের সঙ্গে ঠাট্টা-তামাশায় মেতে ওঠেন ।
অনুষ্ঠান শেষে তিনজনই জো বাইডেনের প্রিয় এভিয়েটর সানগ্লাস পড়ে ছবি তোলেন।
এএফপি।
Leave a Reply