ফয়সাল আহমেদ
কেন নিয়তির কাছে বারে বারে হেরে যায় মানুষ এমন?…….মৃত্যু অনিবার্য সকলের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে কিন্তু কিছু কিছু মৃত্যু মেনে নেওয়ার মতো নয়। এমনি এক মৃত্যু শোকে কেঁদেছে কাল বড়চওনা ইউনিয়ন বাসি। টাঙ্গাইলের সখীপুর উপজেলার বড়চওনা ইউনিয়নের অবসরপ্রাপ্ত সেনাসদস্য আবদুল বাসেদের ছেলে সজিবুল হাসান সুজন। গতকাল বৃহস্পতিবার রাতে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যুবরণ করেন।
বড়চওনা বাজারে সজিবুলের অনলাইন শপ নামের একটি জুতার দোকান ছিল। ঈদ উপলক্ষে তাঁর দোকানে বিক্রির জন্য গতকাল বৃহস্পতিবার সকালে মোটরসাইকেলে করে ঢাকায় গিয়েছিলেন পাইকারি মূল্যে জুতা কেনার জন্য। ফেরার পথে রাত আটটার দিকে উপজেলার তক্তারচালা বাজারে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাঁকে ধাক্কা দেয়। সজিবুল ঘটনাস্থলেই নিহত হন।
সজিবুল ইসলামের স্ত্রীর অন্তঃসত্ত্বা এই প্রথম সন্তানের বাবা হতে যাচ্ছিলেন তিনি। অত্যন্ত সাদামাটা, ভালো মনের একজন মানুষ সুজন ছিলেন। সমাজের বিভিন্ন সেবামূলক কাজে নিয়োজিত ছিলেন এবং বিভিন্ন এতিম বাচ্চাদের জন্য কাজ করতো সে। কিন্তু কে জানতো তার নিজের বাচ্চাই এখন পৃথিবীতে আসবে এতিম হয়ে!
মৃত্যুর আগের দিন অর্থাৎ বুধবার ছিল তাঁর জন্মদিন। জন্মদিনের পরের দিনই হয়ে গেলো তাঁর মৃত্যু দিন।
আজ শুক্রবার বেলা ১১টার দিকে বড়চওনা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে তাঁকে।
Leave a Reply