জাফর আলম, কক্সবাজার
কক্সবাজারের টেকনাফে অপহরণ চক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ মার্চ) টেকনাফ উনছিপ্রাং এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আজ শুক্রবার (২৯ মার্চ) টেকনাফ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গণি বিষয়টি নিশ্চিত করেছেন।
আটক নবী সুলতান ওরফে নবীন হোয়াইক্যং ইউনিয়নের রইক্যং দক্ষিণ পাড়া এলাকার মৃত রুহুল আমিনের ছেলে এবং মো. ছলিম বাহারছড়া ইউনিয়নের উত্তর শিলখালী এলাকার মৃত হোছেনের ছেলে। আজ শুক্রবার (২৯ মার্চ) টেকনাফ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গণি বিষয়টি নিশ্চিত করেছেন
ওসি জানান, পুলিশের একটি টিম অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাতে অপহরণকারী চক্রের দুই সদস্যকে আটক করে। তাদের মধ্যে নবী সুলতানের কাছ থেকে একটি একনলা বন্দুক ও ৭-৮টি দা ও কিরিচ উদ্ধার করা হয়।
আটক ছলিম স্বীকার করেছে, তারা ১৫ জনের একটি অপহরণকারী দল। সম্প্রতি ১০ জন অপহরণের ঘটনায় জড়িত ছিল। তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
Leave a Reply