বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র সাথে সাক্ষাৎ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ ১৯ ফেব্রুয়ারী সোমবার রাত ৮ টা ১০ মিনিট গুলশান চেয়ারপার্সনের বাস ভবনে যান তিনি। প্রায় ঘন্টা খানেক সময় চেয়ারপার্সনের কথা বলেন। রাত ৯ টা ৩০ মিনিট চেয়ারপার্সনের বাসা থেকে বিএনপি মহাসচিব বের হন।
বিএনপি’র মিডিয়া উইং প্রধান শায়রুল কবির খান জানান, বিএনপি চেয়ার পার্সনের সঙ্গে কোন রাজনৈতিক আলোচনা হয়েছে কিনা সে বিষয়ে তারা এখন কিছুই জানেন না। তারা যতদূর জেনেছেন, জেল থেকে বের হয়ে বিএনপি মহাসচিব মূলত দলের চেয়ার পার্সনের শরীরের খোঁজ খবর নেয়ার জন্যে তাঁর বাসায় যান।
তবে এ ক্ষেত্রে স্বাভাবিকভাবে মনে করা হচ্ছে দলের দুই শীর্ষ নেতার সঙ্গে এক ঘন্টা আলাপ শুধুমাত্র স্বাস্থ্য’র খোঁজ নেবার মধ্যে সীমাবদ্ধ না থাকাই স্বাভাবিক সেখানে রাজনৈতিক কিছু আলোচনা অনিবার্য ভাবে চলে আসে।
Leave a Reply