সারাক্ষণ ডেস্ক
‘কিম চুং হা’ এর নতুন মিউজিক ভিডিও ‘আই অ্যাম রেডি’ প্রকাশ হয়েছে। এটি তার সপ্তম ডিজিটাল একক।
এই মিউজিক ভিডিওতে তাকে অসাধারণভাবে নাচতে দেখা গেছে। ভিডিওটির কোরিওগ্রাফিও চমৎকার।
ভিডিওটি ভক্তদের মাঝে আলোড়ন তুলেছে। প্রকাশের ২৪ ঘন্টর মধ্যেই বেশ সাড়া পেয়েছে ভিডিওটি।
কিম চুং হা এর পারফরম্যান্স দেখে ভক্তরা বেশ আনন্দ পেয়েছে।
Leave a Reply