সারাক্ষণ ডেস্ক
স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত শাওমি । তবে চীনের এই প্রতিষ্ঠানটি প্রথমবারের মতো নিজেদের তৈরি বৈদ্যুতিক গাড়ি বাজারে এনেছে । তাদের দাবি, নতুন তৈরি করা এই ইলেকট্রিক গাড়ির দাম টেসলা মডেল-৩ এর চেয়েও কম!
শাওমির প্রতিষ্ঠাতা ও সিইও লেই জুন বলেন, শাওমির এসইউ৭ এর স্ট্যান্ডার্ড মডেলটি ৭০০ কিলোমিটার (৪৩৫ মাইল) পর্যন্ত যেতে পারবে। যা ‘টেসলার মডেল ৩’ সংস্করণের চেয়ে ভালো । আর দাম টেসলার মডেল ৩ সেডানের তুলনায় প্রায় ৪ হাজার ডলার কম।
কোম্পানির প্রথম ইলেকট্রিক গাড়িটি চীনে ২লাখ ১৫ হাজার ৯০০ ইউয়ান (২৯ হাজার ৮৭৪ ডলার) থেকে শুরু করে ২লাখ ৯৯ হাজার ৯ শ’ইউয়ানে (৪১ হাজার,৪৯৭ ডলার) বিক্রি হবে।
বেইজিংয়ে এক অনুষ্ঠানে ‘স্ট্যান্ডার্ড এসইউ৭, ‘এসইউ৭ প্রো’ ও ‘এসইউ৭ ম্যাক্স’ সংস্করণের বৈদ্যুতিক গাড়ি প্রদর্শনের পাশাপাশি প্রি-অর্ডার নেয়া শুরু হয়েছে। প্রি-অর্ডার শুরুর মাত্র ২৭ মিনিটের মধ্যেই ৫০ হাজার বৈদ্যুতিক গাড়ি বিক্রি করেছে শাওমি। লেই বলেন, ‘আজ আমার খুবই ভালো লাগছে। এতো ভালো লাগছে যে ভাষায় প্রকাশ করার মতো নয়।’
আগামী এপ্রিল মাসের শেষের দিকে শাওমির ‘স্ট্যান্ডার্ড এসইউ৭’ ও ‘এসইউ৭ ম্যাক্স’ সংস্করণের বৈদ্যুতিক গাড়ি বাজারে পাওয়া যাবে। আর মে মাসের শেষ দিকে পাওয়া যাবে ‘এসইউ৭ প্রো’ সংস্করণের গাড়ি। শাওমি অটো এমন এক সময়ে বাজারে এসেছে যখন চীন বিশ্বের বাজারে তীব্র প্রতিযোগিতার মধ্যে দিয়ে যাচ্ছে।
শাওমির তৈরি বৈদ্যুতিক গাড়িগুলোর বিশেষত্ব হচ্ছে এগুলোতে ই-মোটর হাইপারইঞ্জিন ভি৮এস ব্যবহার করা হয়েছে। এর ফলে সংস্করণ অনুযায়ী গাড়িগুলো এক চার্জে ৭০০ থেকে ৯০০ কিলোমিটার পর্যন্ত চলতে পারবে। এ ছাড়া মাত্র ২ দশমিক ৭৮ সেকেন্ডে শূন্য থেকে ১০০ কিলোমিটার পর্যন্ত গতিও তুলতে পারবে।
লেই বলেন, ” আমরা পোর্শ এবং টেসলার মতো ‘স্বপ্নের গাড়ি” তৈরি করতে চাই। যদি ভালো গাড়ি তৈরি করতে হয়, তাহলে আমাদের অবশ্যই বিশ্বের এই দুই সেরা গাড়ি প্রস্তুতকারকের কাছ থেকে শিখতে হবে।”
২০২১ সাল, শাওমি ঘোষণা করেছিল যে, এটি আগামী দশকে স্মার্ট ইলেকট্রিক ভেহিকেলগুলোতে (স্মার্ট ইভি) মনোযোগ দেবে। আর সেজন্য কমপক্ষে ১০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে।
Leave a Reply