শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৯:০০ অপরাহ্ন

জয়া আহসানের ফিল্মফেয়ার জয়

  • Update Time : শনিবার, ৩০ মার্চ, ২০২৪, ১২.৪৯ পিএম

সারাক্ষণ ডেস্ক

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান চতুর্থবারের মতো ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা’র পুরস্কার জিতেছেন । কলকাতা শহরের আইটিসি রয়েল বেঙ্গল হোটেলে বসে এবারের ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা ২০২৪ ’-এর আসর। শুক্রবার ২৯ মার্চ ঘোষণা করা হয় ২০২৩ সালে টালিউডে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্য থেকে বিজয়ীদের নাম।

 

টালিউড সিনেমা ‘অর্ধাঙ্গিনী’তে অভিনয় করে সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন ঢাকা-কলকাতার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। জয়া তার ফেসবুকে লেখেন- ‘For the fourth time, prestigious black lady has come to my home. Glad to receive the Best Supporting Actor female for #Ardhangini. Thanks to Filmfare & the entire team of this wonderful film. ’

 

‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা ২০২৩’-এ সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘দশম অবতার’ সিনেমার জন্য প্রধান চরিত্রে সেরা অভিনেত্রী ও কৌশিক গাঙ্গুলী পরিচালিত ‘অর্ধাঙ্গিনী’তে অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেত্রী ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছিলেন জয়া।

 

পুরস্কার পাওয়ার প্রতিক্রিয়ায় জয়া বলেন, এই শাখায় এটিই আমার প্রথম। ‘সমালোচক আর জনপ্রিয় শাখায় এর আগে আমি পেয়েছি। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আমার টিমের সবাইকে। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দর্শক, শুভানুধ্যায়ী এবং সাংবাদিক সবাইকে ধন্যবাদ আমাকে ভালোবাসা দেওয়ার জন্য।’

 

 

 

এবারের মনোনয়ন নিয়ে টানা ষষ্ঠবার ফিল্মফেয়ার মনোনয়ন পেলেন জয়া ।

 

 

 

আরো পড়ুন: খোলা চুলে অপরূপা জয়া আহসান

খোলা চুলে অপরূপা জয়া আহসান

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

kjhdf73kjhykjhuhf
© All rights reserved © 2024