শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৬:০৪ পূর্বাহ্ন

ঢাকায় চবি যোগাযোগ ও সাংবাদিকতা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল ও আলোচনাসভা অনুষ্ঠিত

  • Update Time : শনিবার, ৩০ মার্চ, ২০২৪, ১.১৬ পিএম

সারাক্ষণ ডেস্ক:

ঢাকাস্থ চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ অ্যালামনাই এসোসিয়েশনের (সিইউসিএজেএএ) ইফতার মাহফিল, মিলনমেলা ও আলোচনাসভা গতকাল ২৯ মার্চ শুক্রবার রাজধানী ঢাকার বাংলামোটরের ওয়াটারফল কনভেনশন হলে অনুষ্ঠিত হয়। আয়োজিত এই অনুষ্ঠানে ঢাকায় অবস্থানরত সিইউসিএজেএএ-এর বর্তমান ও নতুনসহ শতাধিক সদস্যরা অংশগ্রহণ করেন।

অংশগ্রহনকারী সকল সদস্য

সিনিয়র সহ-সভাপতি ফজলুল করিমের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক তন্ময় মজুমদারের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে সম্মানিত আমন্ত্রিত অতিথি হিসেবে চবির অ্যলামনাই এসোসিয়েশনের সভাপতি ও প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব জনাব আব্দুল করিম, চবির মেধবী শিক্ষার্থী মাননীয় সংসদ সদস্য জনাব আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, এমপি, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক সভাপতি ও সহযোগী অধ্যাপক মো. শহীদুল হক, সাংবাদিকতা বিভাগ অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি শিমুল নজরুল, সাধারন সম্পাদক নুরুউদ্দিন মিলন, সহ-সভাপতি পারভেজ চৌধুরী, নিবাহী কমিটির সদস্য ফাহাদ ফেরদৌস সহ অ্যালামনাইয়ের সাধারন ও নতুন সদস্যরা বক্তব্য দেন।

সম্মানিত অতিথির বক্তব্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ও প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব আব্দুল করিম দেশের সাংবাদিকতা জগতের সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, “সাংবাদিকতা অত্যন্ত চ্যালেঞ্জিং একটি পেশা। সাংবাদিকরা তাদের লেখনির মাধ্যমে জীবনের সমাজ বাস্তবতা আমাদের সামনে নিয়ে আসেন। এই কাজটি করতে গিয়ে চবি সাংবাদিকতার বিভাগের শিক্ষার্থীরাই দেশের সাংবাদিকতা জগতে তারা অনন্য ভূমিকা রেখে চলেছেন। শুধু সাংবাদিকতাই নয় এই বিভাগের শিক্ষার্থীরা দেশের নানা পেশায় দারুণ পেশাদারিত্বের প্রমাণ রেখে চলেছেন।”

বিভাগের শিক্ষার্থীদের কল্যাণে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নিরলসভাবে যে কাজ করছেন তা অব্যাহত রাখার আহ্বান জানিয়ে চবি’র সাবেক শিক্ষার্থী ও মাননীয় সংসদ সদস্য জনাব আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম বলেন, “চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশের প্রতিটি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দিন যতই যাচ্ছে ততই আমাদের বন্ধন সুদৃঢ় হচ্ছে। চবি’র শিক্ষার্থীরা চিফ জাস্টিসসহ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে জায়গা করে নিয়েছেন। চবি’র যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা দেশের সাংবাদিকতায় তাদের শক্ত অবস্থান করে নিচ্ছেন। জাতীর দর্পণ হিসেবে এই সেক্টরে কাজ করার মধ্যদিয়ে দেশের উন্নয়নে কথা নিয়মিত দেশীয় ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমে তোলে ধরছেন।”

আলোচনা সভা ও ইফতার মাহফিলে শেষাংশে অ্যাসোসিয়েশনের নতুন সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এসময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা তাদের বিশ্ববিদ্যালয় জীবনের কাটানো অসাধারণসব মুহুর্তের স্মৃতিচারণ করেন।
——-*****————-

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

kjhdf73kjhykjhuhf
© All rights reserved © 2024