সারাক্ষণ ডেস্ক
ক্যালিফোর্নিয়ার সান হোসে ডেমোক্রেটিক পার্টির জামাল খান গতকাল সন্ধ্যায় মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকো বে এরিয়ার আলমেদা কাউন্টির মুসলিম ডেমোক্রেটিক ক্লাব আয়োজিত মেহরান রেস্তোরাঁয় এক ইফতার-ডিনারে উপস্থিত ছিলেন।
ছবি: মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকো বে এরিয়ার আলমেদা কাউন্টির মুসলিম ডেমোক্রেটিক ক্লাব আয়োজিত মেহরান রেস্তোরাঁয় ইফতার-ডিনার অনুষ্ঠানে তোলা।
‘সিলিকন ভ্যালি’ সংলগ্ন বে-এরিয়ার স্যান হোসে সিটির বাসিন্দা জামাল খান হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে অধ্যয়ন করেছেন। বাংলাদেশি বংশোদ্ভূত মেধাবী যুবক জামাল খানের বাবার নাম ড. মাহবুব খান ও মায়ের নাম রিনা খান।
ছবি: মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় সান ফ্রান্সিসকো বে এরিয়ার নির্বাচিত কয়েকজন কর্মকর্তার সঙ্গে জামাল খান।
জামাল খান লেইনভিউ ইলেমেন্টারি স্কুল, মোরিল মিডল স্কুল ও ইন্ডিপেনডেন্স হাই স্কুল থেকে মাধ্যমিক স্তরের শিক্ষা লাভ করেন। এরপর তিনি খ্যাতনামা ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার বার্কলে ক্যাম্পাস থেকে তিন বিষয়ে (অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান ও বৈশ্বিক দারিদ্র পরিস্থিতি মোকাবেলা) স্নাতক ডিগ্রি লাভ করেন। বার্কলের ছাত্র থাকাকালীন সময়ে তিনি ম্যাপলাইট এবং সান ফ্রান্সিসকোতে ইউএস হাউস স্পিকার ন্যান্সি পেলোসি’র অধীনে ইন্টার্নশিপ করেন। এছাড়াও ঐ সময়ে তিনি টাটা ইন্টারন্যাশনাল ও ইউসি বার্কলে’র যৌথ উদ্যোগে ‘সামাজিক উদ্যোক্তা বিষয়ক’ ওয়ার্কশপ করেছেন। জামাল খান ইউসি বার্কলে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে আটটি সেমিস্টারের প্রত্যেকটিতে সম্মানের সাথে কৃতকার্য হয়েছেন।
Leave a Reply