সারাক্ষণ ডেস্ক
বলিউডের বহুল আলোচিত এবং ব্যবসা সফল ‘নো এন্ট্রি’ মুভির সিক্যুয়েল আসছে । আর এ খবর নিশ্চিত করেছেন মুভির নির্মাতা বনি কাপুর।
নো এন্ট্রির সিক্যুয়েলে থাকছে না আগের কোন তারকারা ।
২০০৫ সালে হিট কমেডি মুভিটি পরিচালনা করেছিলেন আনিস বাজমি ।
তখন সেখানে অভিনয় করেন-
সালমান খান,অনিল কাপুর এবং ফারদিন খান।
কিন্তু এবার নো এন্ট্রির সিক্যুয়েলে থাকবে বরুণ ধাওয়ান, অর্জুন কাপুর এবং দিলজিৎ দোসাঞ্জ।
সিক্যুয়েলে দশজন অভিনেত্রীকে নেওয়ার জন্য বাছাইয়ের কাজ চলছে।
Leave a Reply