শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১০:১২ পূর্বাহ্ন

গ্যাংস্টারের সাক্ষাৎকার নিতে গিয়ে অপহরণের শিকার ইউটিউবার  

  • Update Time : শনিবার, ৩০ মার্চ, ২০২৪, ৮.০৪ পিএম

বিশ্বের বিপজ্জনক স্থানগুলো প্রায়ই ঢু মারেন মার্কিন অ্যাডিসন ইউটিউবার পিয়েরে মালুফ। সে জর্জিয়ার বাসিন্দা। এই ইউটিউবারের ইউটিউব চ্যানেলে ১৪ লাখ সাবস্ক্রাইবার রয়েছে।

মালুফ ইউটিউবে ইউরফেলো আরব অথবা আরব হিসেবে পরিচিত।

 

সম্প্রতি সে গ্যাংস্টারদের সাক্ষাৎকার নিতে গত ১৪ মার্চ হাইতিতে পৌঁছান। পৌঁছানোর ২৪ ঘণ্টার মধ্যে তাকে অপহরণ করেন ৪০০ মাওজো গ্যাংয়ের সদস্যরা ।

মালুফের সঙ্গে অপহরণ করা হয় হাইতিয়ান এক নাগরিককেও । অপহরণকারীর মালুফের মুক্তির জন্য ৬ লাখ ডলার দাবি করছে। তাদেরকে এরইমধ্যে ৪০ হাজার ডলার দিয়েছেন মালুফের পরিবার।

মালুফের নিখোঁজ হওয়ার খবর অনলাইনে ছড়িয়ে পড়ার পর তার সহকর্মী লালেম নিশ্চিত করেছেন যে, তার বন্ধুকে জিম্মি করা হয়েছে।

 

মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টের প্রতিবেদন অবলম্বনে

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

kjhdf73kjhykjhuhf
© All rights reserved © 2024