মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০৬:৪৯ অপরাহ্ন

জলদস্যু বিরোধী অভিযান: এবার ছিনতাই হওয়া ইরানি জাহাজ উদ্ধার করলো ভারতীয় নৌবাহিনী

  • Update Time : শনিবার, ৩০ মার্চ, ২০২৪, ৮.৩৪ পিএম

একটি ইরানি মাছ ধরার জাহাজকে উদ্ধার করলো ভারতীয় নৌবাহিনী।  আল-কাম্বার ৭৮৬ নামের ইরানি মাছ ধরার জাহাজটিকে ২৮ মার্চ আক্রমণ করে জলদস্যুরা। তখন জাহাজটি ইয়েমেনের ভারত মহাসাগরীয় দ্বীপ সোকোত্রা থেকে প্রায় ৯০ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।

খবর পেয়ে ভারতীয় দুইটি জাহাজ আইএনএস সুমেধা ও আইএনএস ত্রিশূল জলদস্যু আক্রান্ত জলযানটি উদ্ধারে যায়। আরব সাগরে নিরাপত্তা অভিযান চালাতে এ দুইটি জাহাজ আগে থেকেই সেখানে মোতায়েন ছিল।

দীর্ঘ ১২ ঘণ্টা অভিযান চালিয়ে শুক্রবার (২৯ মার্চ) ২৩ পাকিস্তানি নাগরিক ক্রুসহ ট্রলারটিকে উদ্ধার করে তারা।

শনিবার এক বিবৃতিতে, নৌবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, আরব সাগরে নয় সশস্ত্র জলদস্যুদের কাছ থেকে একটি ইরানি মাছ ধরার ট্রলারকে উদ্ধার করে।

দীর্ঘ ১২ ঘণ্টারও বেশি সময় ধরে দমনমূলক কৌশলগত ব্যবস্থা প্রয়োগ করে ছিনতাই হওয়া মাছ ধরার জলযানটিতে থাকা জলদস্যুদের আত্মসমর্পণে বাধ্য করে নৌসেনারা।

জাহাজটির ক্রু ২৩ পাকিস্তানি নাগরিককে নিরাপদে উদ্ধার করা হয়েছে বলেও বিবৃতিতে জানানো হয়েছে।

এরপর ভারতীয় নৌবাহিনীর টিমগুলো জাহাজটিতে নিবিড় তল্লাশি চালায়। এটি সাগরে চলাচল ও মাছ ধরা কার্যক্রম চালানোর উপযুক্ত কিনা, তা পরীক্ষা করে দেখা হয়।

 

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস অবলম্বনে

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

kjhdf73kjhykjhuhf
© All rights reserved © 2024