সারাক্ষণ ডেস্ক
মার্কিন দূতাবাসের সহযোগিতায় ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচি (এসডিপি) ‘ব্রিজ টু সাকসেস: অল্টারনেটিভ লার্নিং পাথওয়েজ প্রজেক্ট লার্নিং অ্যান্ড নলেজ ডিসেমিনেশন’ অনুষ্ঠানের আয়োজন করেছে। আগামী ১ এপ্রিল ২০২৪ এই অনুষ্ঠানে ব্র্যাকের দক্ষতা উন্নয়ন কর্মসূচির আওতায় প্রশিক্ষণপ্রাপ্ত তরুণ-তরুণীদের অংশগ্রহণে একটি মেলারও আয়োজন করা হবে। ব্র্যাক সেন্টার অডিটোরিয়ামে দুপুর ১২:৪৫ টা – ২:০০ টা পর্যন্ত অনুষ্ঠানটি চলবে।
অনুষ্ঠানে মার্কিন দূতাবাসের পাবলিক অ্যাফেয়ার্স বিষয়ক কর্মকর্তা স্টিফেন ইবেলি, ইয়ুথ এনগেজমেন্ট স্পেশালিস্ট জোনাথন গোমেজ এবং ডিরেক্টর অব পাবলিক এনগেজমেন্ট শারলিনা হুসেইন-মর্গান উপস্থিত থাকবেন।
মার্কিন দূতাবাসের সহযোগিতায় ব্র্যাকের দক্ষতা উন্নয়ন কর্মসূচি এই প্রকল্পটি বাস্তবায়ন করেছে। এর আওতায় স্কিলস ট্রেইনিং ফর এডভান্সিং রিসোর্স (স্টার) মডেলটি বাস্তবায়িত হচ্ছে। যেখানে জলবায়ু ঝুঁকিপূর্ণ উপকূলীয় অঞ্চলে পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত ১ হাজার ২০০ তরুণী প্রশিক্ষণ শেষে মানসম্পন্ন পরিবেশে কর্মসংস্থানে নিযুক্ত হয়েছে।
Leave a Reply