* * * *
তাছাড়া, প্রাচীনকালের লোকেরা মনে করত পাণ্ডাদের সুন্দর ও মোলায়েম চামড়া “মহামারী, স্যাঁতসেঁতে ভাব আর অশুভ প্রভাব দূর করবার পক্ষে খুব উপকারী।” ফলে পাণ্ডারা হয়ে উঠল মানুষ-শিকারীদের লক্ষ্যবস্তু।
এক হাজার তিনশ’ বছর আগেকার কথা। তখন থাং রাজ- বংশের আমল। থাং সম্রাট তাঁর কীর্তিমান কর্মচারীদের এক ভোজসভায় আপ্যায়ন করবার পর তাঁদের প্রত্যেককে একটি করে পাণ্ডার চামড়া উপহার দিলেন। সম্রাট এবং তাঁর কর্মচারীরা খুব খুশি হলেন বটে, কিন্তু তাতে ক্ষতিগ্রস্ত হলো পাণ্ডারা।
Leave a Reply