সারাক্ষণ ডেস্ক
সন্তানের পড়াশোনা নিয়ে স্বাভাবিকভাবেই মা-বাবা চিন্তা করেন। সেটা বাংলাদেশ হোক বা বিশ্বের অন্য যে কোন স্থানে, মায়ের ভালোবাসা আর আন্তরিকতা সব দেশেই অন্যরকম।
সন্তানের জন্য ভালোবাসার মায়েরা বিভিন্ন উৎসব করে থাকে। উজবেকিস্তানে যখন কোন ছেলে দেশের বাইরে পড়তে যায় তখন মা সন্তানের আশীর্বাদের জন্য একটি বিশেষ নিয়ম পালন করে।
হাতে খোদাই করা সুজানি’র (এক ধরনের পাতলা পর্দা বিশেষ) নিচে মা তার ছেলে যখন পড়ার জন্য উজবেকিস্তানে রাজধানী তাশখন্দে যাবে তখন এই বিশেষ নিয়ম পালন করে। তখন কেউ কুরআনের আয়াত পাঠ করে। অন্যরা তখন আশীর্বাদ করার জন্য আবরণটি সরিয়ে দেয়। এই উৎসবে বিভিন্ন খাবারেরও আয়োজন করা হয় ।
এই নিয়মটি বিশ্বের প্রাচীনতম জীবিত ধর্মগুলোর মধ্যে অন্যতম।
Leave a Reply