সারাক্ষণ ডেস্ক
পনের বছর ধরে ব্রিটেনের ক্ষমতায় রয়েছে সে দেশের কনজারভেটিভ পার্টি । যা টোরি পার্টি নামে বেশি পরিচিত।এই পনের বছরে তাদের অনেক নেতা পরিবর্তন হয়েছেন। চার জনের বেশি প্রধানমন্ত্রী পরিবর্তন হয়েছেন।
এমনকি তাদের আমলে ব্রিটেন ইউরোপিয় ইউনিয়ন থেকে বের হয়ে এসেছে। আর সেই বের হবার জন্যে যে গণভোট হয় সে ভোট এক কথায় তাদের নেতা ক্যামেরুন নিজের পরাজয় বলেই মেনে নিয়েছিলেন।
বর্তমানে দেশটি শুধু অর্থনৈতিক ক্রাইসিসে নয়, তার রাজনীতিও অনেকটা ঘোলাটে। এ অবস্থাতে ব্রিটেন ও আমেরিকার প্রভাবশালী মিডিয়া ও মিডিয়া ব্যক্তিত্বদের মন্তব্য, আর যাই হোক, সে দেশে টোরি পার্টির দিন শেষ হতে চলেছে।
Leave a Reply