সারাক্ষণ ডেস্ক
কৃতি স্যানন ,কারিনা কাপুর ও টাবু অভিনীত ক্রু ছবিটি মুক্তির দুই দিনে পুরো বিশ্বে আয় করেছে ২১ কোটি রুপি।
ক্রু ছবিটি মুক্তির প্রথম দিনের শুরুটা খুব ভালো হয়েছে । দ্বিতীয় দিনেও তা বজায় ছিলো।
বলিউডের তিন সময়ের তিন নায়িকা এবারই প্রথম কৃতি স্যানন ,কারিনা কাপুর ও টাবু এক সঙ্গে অভিনয় করেছেন তাদের নতুন ছবি ক্রুতে ।
দর্শকেরা ক্রু ছবিটিকে খুব ভালোভাবেই গ্রহণ করে নিয়েছে ।
প্রথম দিনে গ্লোবাল বক্স অফিসে বাম্পার শুরুর পর, কমেডি ধরনের এই ছবিটি দর্শকদের মন জয় করে নেয়।
Leave a Reply