সারাক্ষণ ডেস্ক
পপ স্টার জাস্টিন বিবার তার স্ত্রীর সাথে ইস্টার সানডে উদযাপন করেছেন। জাস্টিন বিবার ও তার স্ত্রী হেইলি বিবার তাদের ইনষ্টাগ্রাম একাউন্টে ভক্তদের জন্য ইস্টার সানডে উদযাপনের ছবি শেয়ার করেছেন।
এই দম্পতির চকলেট ডিম,আইসিং এর ছবি এতো সুন্দরভাবে সাজিয়েছেন যে, তাদের নাম নেটিজেনদের সবার নজর কেড়েছে ।
যে চকলেট ডিমের উপরে জাস্টিন এবং হেইলির নাম সুন্দর করে লেখা ছিল,সেটি একটি ঝুড়িতে রাখা হয়েছে।
অন্য আরেকটি ছবিতে দেখা গেছে ,তিনি মাথায় খরগোশের কান যুক্ত করে ফিল্টারে পোজ দিয়ে ছবি তুলেছেন ।
সোশ্যাল মিডিয়ায় এই দম্পতির বিবাহ বিচ্ছেদের গুজব ছড়িয়ে পড়েছিল। সেই গুজবকে এই দম্পতি একেবারে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন
Leave a Reply