সারাক্ষণ ডেস্ক
দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো-এর নতুন পর্বের টিজার প্রকাশ করা হয়েছে। নতুন পর্বটিতে অতিথি হিসেবে থাকবে ক্রিকেটার রোহিত শর্মা এবং শ্রেয়াস আইয়ার।
দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো-এর নতুন এপিসোডে দ্বিগুণ মজার হবে। ক্রিকেটার শ্রেয়াস আইয়ার এবং রোহিত শর্মা তাদের মজার আড্ডা ও গল্প দিয়ে ‘শো’ টিকে জমিয়ে তুলবেন।
কপিল শর্মা মঙ্গলবার তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নতুন পর্বের টিজার শেয়ার করেছেন। যেখানে তাকে নভজ্যোত সিং সিধুর সাজেও দেখা যাবে । নভজ্যোত সিং সিধুর মতো পোশাকও পরেন কপিল।
একটি সেগমেন্টে, সুনীল গ্রোভার রোহিত জিজ্ঞাসা করেন, তিনি রোহিতকে দলে জায়গা দিতে পারবেন কিনা। সুনীল আরও বলেন যে, এমন নয় যে তিনি কেবল দলের উদ্বোধনী ব্যাটসম্যান হতে চান, যার উত্তরে রোহিত বাধা দিয়ে বলেন, “ভুল হি জাও ইয়ার’’ ।
টিজারের প্রতিক্রিয়া জানিয়ে এক ভক্ত বলেন, “অবশেষে কপিল শর্মার শো’তে রোহিতকে দেখার স্বপ্ন পূরণ হল। আরেকজন ভক্ত মন্তব্য করেছেন, “কপিল শর্মার শোতে রোহিতকে দেখে আমি খুব ভালো লাগছে!” আরেকজন লিখেছেন, ‘দ্য গ্রেট ইন্ডিয়া রোহিত শর্মা শো “।
Leave a Reply