সারাক্ষণ ডেস্ক
গত তিন মাসে থাইল্যান্ডে রেকর্ড সংখ্যক টুরিস্ট এসেছে। তাদের সরকারি হিসেবে এ সংখ্যা ৯.৪ মিলিয়ন।
এই টুরিস্টরা তিন মাসে সেখানে যা বৈদেশিক মুদ্রা ব্যয় করেছে তার ফলে থাইল্যান্ডের অর্থনীতিতে যোগ হয়েছে ১২.৪ বিলিয়ন মার্কিন ডলার।
থাইলান্ড মনে করছে এ বছর তাদের দেশে কমপক্ষে ৪০ মিলিয়ন বিদেশী পর্যটক আসবে। যা কোভিডের আগের বছর অর্থাৎ ২০১৯ এর পর্যটকের সংখ্যার সমান।
কিন্তু এই তিন মাসের টুরিস্ট স্রোত দেখে অনেকেই মনে করছেন এ বছর এটা ২০১৯কে ছাড়িয়ে যাবে।
বাস্তবে কোভিডের পরে পর্যটক আকর্ষন করে এমন দেশগুলোতে পর্যটকের সংখ্যা বেড়েছে। এবং তাদের অর্থনীতিতে যোগ হচ্ছে অনেক বেশি।
যেমন অর্থনৈতিক বিপর্যয়ে পড়া শ্রীলংকায় গত ডিসেম্বর কোয়ার্টারে পর্যটন খাত তাদের অর্থনীতিকে ৪.৫ % বাড়তে সাহায্য করেছে।
Leave a Reply