সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ০৩:৩৩ পূর্বাহ্ন

যুবদের দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ব্র্যাক ও  যুব উন্নয়ন অধিদপ্তরের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

  • Update Time : বুধবার, ৩ এপ্রিল, ২০২৪, ১২.৪৪ পিএম

সারাক্ষণ ডেস্ক:  যুবদের দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থানে সহায়তার লক্ষ্যে পারস্পরিক সহযোগিতার জন্য ব্র্যাক স্কিলস ভেলপমেন্ট প্রোগ্রাম (এসডিপি) এবং  যুব উন্নয়ন অধিদপ্তরের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। যুবকদের উন্নত প্রশিক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় দক্ষ করে তোলা,  আন্তর্জাতিক চাকরির বাজারে প্রবেশাধিকার সহজ করা এবং তাদের মধ্যে নেতৃত্ব বিকাশ এই স্মারকের মূল লক্ষ্য।

যুব উন্নয়ন  অধিদপ্তরের মহাপরিচালক ডা. গাজী মোঃ সাইফুজ্জামান এবং ব্র্যাকের শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও মাইগ্রেশন কর্মসূচির পরিচালক সাফি রহমান খান রোববার ৩১শে মার্চ ২০২৪ তারিখে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকটি স্বাক্ষর করেন।

এ সময় যুব উন্নয়ন অধিদপ্তর ও ব্র্যাকের কর্মকর্তারা বলেন, এই অংশীদারিত্বের মাধ্যমে ব্র্যাক এবং যুব উন্নয়ন অধিদপ্তর বেকার যুবকদের প্রশিক্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে কাজ করবে। নারী, প্রতিবন্ধী ব্যক্তি এবং প্রান্তিক সম্প্রদায় এখানে বিশেষ গুরুত্ব পাবে। এই চুক্তি যুব জনগোষ্ঠীর বর্তমান চ্যালেঞ্জ মোকাবেলায় এবং তাদের আর্থ-সামাজিক অগ্রগতির পথ তৈরিতে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে কাজ করবে বলে তারা আশা প্রকাশ করেন।

ড. গাজী মোঃ সাইফুজ্জামান বলেন, ব্র্যাকের তৃণমূল পর্যায়ে পৌঁছানোর ক্ষমতাকে কাজে লাগিয়ে এই  উদ্যোগটি সারা দেশে তরুণদের কাছে পৌঁছানো এবং তাদের দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণের জন্য মূল্যবান সুযোগ নিশ্চিত করতে সাহায্য করবে। ব্র্যাকের সিনিয়র পলিসি অ্যাডভাইজার জাফর আহমেদ খান তরুণদের ক্ষমতায়নে শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং অভিবাসনের মধ্যে সম্পর্কের বিষয়টি তুলে ধরেন।

ব্র্যাকের শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও মাইগ্রেশন কর্মসূচির পরিচালক সাফি রহমান খান  তরুণদের  ক্ষমতায়ন এবং চাকরির বাজারের জন্য প্রয়োজনীয় দক্ষতা  অর্জন নিশ্চিতে বৃত্তিমূলক প্রশিক্ষণ এবং উদ্যোক্তা তৈরির উপর  গুরুত্ব প্রদান করেন।

ব্র্যাক এসডিপি-এর সহযোগী পরিচালক তাসমিয়া তাবাসসুম রহমান বলেন, তরুণদের জন্য সফট স্কিল এবং কারিগরি প্রশিক্ষণের সুযোগ বৃদ্ধির জন্য সরকারের সাথে বিশেষ করে যুব উন্নয়ন অধিদপ্তরের সাথে একটি শক্তিশালী অংশীদারিত্ব গড়ে তোলার জন্য ব্র্যাক প্রতিশ্রুতিবদ্ধ। যুব উন্নয়ন অধিদপ্তর ও ব্র্যাকের ঊর্ধ্বতন কর্মকর্তারা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

kjhdf73kjhykjhuhf
© All rights reserved © 2024