নিজস্ব প্রতিবেদক
গত কয়েকদিনের সরকার গঠনের প্রক্রিয়ার অনিশ্চয়তা কাটিয়ে পাকিস্তান এখন নতুন সরকার গঠন করার প্রক্রিয়া শুরু করেছে। আর এই শুরুর প্রারাম্ভেই সরকারের সঙ্গে ঘণিষ্ঠভাবে কাজ করার কথা জানিয়েছে আর্ন্তজাতিক মানিটরি ফান্ড( আই এম এফ)।
আর্ন্তজাতিক মানিটরি ফান্ডের এই আশ্বাস পাবার প্রতিক্রিয়া সঙ্গে সঙ্গেই ঘটেছে পাকিস্তানের শেয়ার বাজারে। গত শুক্রবারে যেখানে পাকিস্তানের শেয়ার বাজার ১০০০ পয়েন্ট নেমে গিয়েছিলো আজ সেটা আবার দ্রুত গতিতে বেড়ে ৯০০ পয়েন্ট গেইন করেছে।
পাকিস্তানের শেষার বাজারের এই গতি প্রকৃতি সম্পর্কে সে দেশের বিজনেজ এক্সপার্ট জনাব সাদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, পাকিস্তানের অর্থনীতিতে চায়নার যত প্রভাব থাকুক না কেন, মূলত এদেশের অর্থনীতির ক্ষেত্রে বিশেষ করে বানিজ্য ও ফরেন রিজার্ভের প্রশ্নে সকলে আস্থা রাখে আইএমএফ ও ওয়ার্ল্ড ব্যাংকের ওপর। এমনকি সরকারের অস্তিত্ব ও দীর্ঘায়নের বেলাও জনগন একই বিষয় মনে করে। তাই যখনই আইএমএফ নতুন সরকারের সঙ্গে কাজ করার আশ্বাস দিয়েছে তখনই শেয়ার বাজারের এই উলম্ফন।
উল্লেখ্য গতকাল ইমরান খান আইএমএফকে চিঠি লিখেছিলো নতুন এই সরকারকে সহায়তা না দেবার জন্যে। তার চব্বিশ ঘন্টার ভেতর আইএমএফ এর এ অবস্থান প্রমান করছে এই সরকার কিছু দিন হলেও ক্ষমতায় থাকবে।
Leave a Reply