মার্কিন সাময়িকী ফোর্বস এবার বিশ্বের শীর্ষ ধনীদের তালিকা প্রকাশ করলো।
ফোর্বসের তথ্যমতে, ২০২৪ সালে সারা বিশ্বে ২ হাজার ৭৮১ জন শতকোটিপতি রয়েছেন। যা গত বছরের তুলনায় ১৪১ জন বেশি।
বিশ্বের শীর্ষ ধনীদের দখলে রয়েছে ১৪.২ ট্রিলিয়ন (১ লাখ কোটি) মার্কিন ডলার মূল্যের সম্পদ।
শীর্ষ তালিকায় তৃতীয় স্থানে আছেন ৬০ বছর বয়সী অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস। তাঁর মোট সম্পদের পরিমাণ ১৯৪ বিলিয়ন মার্কিন ডলার। তালিকায় চতুর্থ স্থানে আছেন ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপের মূল প্রতিষ্ঠান মেটার মালিক ৩৯ বছর বয়সী মার্ক জাকারবার্গ। তাঁর মোট সম্পদের পরিমাণ ১৭৭ বিলিয়ন মার্কিন ডলার।
তালিকায় পঞ্চম স্থানে আছেন ওরাকলের সহপ্রতিষ্ঠাতা ল্যারি এলিসন। ৭৯ বছর বয়সী ল্যারি এলিসনের মোট সম্পদের পরিমাণ ১৪১ বিলিয়ন মার্কিন ডলার।
ফোর্বসের তালিকায় মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস আছেন সপ্তম স্থানে। তাঁর মোট সম্পদের মূল্য ১২৮ বিলিয়ন মার্কিন ডলার। তালিকার অষ্টম স্থানে আছেন মাইক্রোসফটেরই সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা স্টিভ বলমার।
ফোর্বস অবলম্বনে
Leave a Reply