সারাক্ষণ ডেস্ক: বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের আজ বলেছেন, বুয়েটে ছাত্র রাজনীতি আবার শুরু হলে শুধু প্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ নষ্ট হবে এবং এ বিষয়ে শিক্ষার্থীদেরই চূড়ান্ত বক্তব্য দিতে হবে।
আন্দোলনরত সাধারন শিক্ষার্থীরা
এক বিবৃতিতে বুয়েটের সাবেক ছাত্র কাদের বলেন, ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের রাজনীতি পুনরায় শুরু করার চেষ্টা ক্যাম্পাসে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা ছাড়া আর কিছুই নয়।
তিনি বলেন, “এটা অতীতের অভিজ্ঞতা থেকে বলা যায় যে বুয়েটে ছাত্র রাজনীতি পুনরায় শুরু করার জন্য সরকারপন্থী ছাত্র সংগঠনের দাবি ক্যাম্পাসে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা ছাড়া কিছুই নয়।”
তিনি আরো বলেন, “ব্যক্তিগত ও সম্মিলিত স্বার্থ” প্রতিষ্ঠা করে ক্যাম্পাসে বিরোধী রাজনীতি ও কণ্ঠস্বরকে বিলুপ্ত করে পুরো প্রতিষ্ঠানের উপর একক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার লক্ষ্ই এখন তাদের একমাত্র প্রচেষ্টা।
বুয়েটের ছাত্রদের মতামতই বুয়েটের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ করবে বলেও জানান জাপা নেতা।
জিএম কাদের বলেন, “বুয়েটের একজন প্রাক্তন ছাত্র হিসেবে আমি মনে করি, শিক্ষার্থীদের ইচ্ছার বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া ঠিক নয়।”
Leave a Reply