মায়ানমারের জান্তা সরকারের উপর একটি বিরল গণ ড্রোন হামলার দাবি করেছে সামরিক শাসন বিরোধী সশস্ত্র বিদ্রোহীদের ঐক্যমঞ্চ পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (পিডিএফ)। দেশটির জান্তাবিরোধী গণতান্ত্রিক ও সশস্ত্র গোষ্ঠীগুলোর জোট ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট (নাগ) ইতোমধ্যে হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে।
নেইপিদো মিয়ানমার বিমান বাহিনীর হেড কোয়ার্টার ও ঘাঁটি। ঘাঁটি লক্ষ্য করে বৃহস্পতিবার সকালে বিস্ফোরকবাহী ২৯টি ড্রোন পাঠিয়ে চলানো হয়েছে এ হামলা।
জান্তা বলেছে যে তারা ড্রোনটিকে আটকে দিয়েছে। সাতটি ড্রোন গুলি করে নষ্ট করেছে, যার মধ্যে একটি রানওয়েতে বিস্ফোরিত হয়েছে।
তারা বলেছে, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
২০২১ সালের ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে গণতান্ত্রিক সরকারকে হটিয়ে জাতীয় ক্ষমতা দখল করে মিয়ানমারের সেনা বাহিনী।
২০২২ সালের অক্টোবর থেকে পিডিএফের সঙ্গে মিয়ানমারের বিভিন্ন প্রদেশে যুদ্ধ শুরু হয়। জান্তা বাহিনীর সঙ্গে সেই যুদ্ধে ব্যাপক প্রতিরোধ গড়ে তুলেছে পিডিএফ।
বিরোধী দলগুলি জান্তা শাসনের বিরুদ্ধে লড়াই করছে। যা দেশের বিশাল অঞ্চলের নিয়ন্ত্রণ হারাতে শুরু করেছে।
জাতিসংঘের মতে দেশটির তিন বছরের গৃহযুদ্ধ হাজার হাজার নিহত এবং প্রায় ২.৬ মিলিয়ন মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
বিবিসি অবলম্বনে
Leave a Reply