জাফর আলম, কক্সবাজার : কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভ সড়ক থেকে মোহাম্মদ রুবেল নামে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (৪ এপ্রিল) রাত ৮টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের মিঠা পানির ছড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মোহাম্মদ রুবেল টেকনাফ সদর ইউনিয়নের শীলবনিয়াপাড়ার বাসিন্দা মো. জাফরের ছেলে।টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গনি এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাতে স্থানীয়দের খবরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মেরিন ড্রাইভ সড়কের পাশে একটি রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে।
এ সময় মরদেহের পাশ থেকে দুই জোড়া স্যান্ডেল ও একটি রক্তাক্ত ছোরা পাওয়া যায়। মরদেহ থেকে একটু দূরে মেরিন ড্রাইভ সড়কের পশ্চিম পাশে সৈকতে একটি ইজিবাইক উল্টানো অবস্থায় পাওয়া যায়।
নিহতের শরীরে, গলায় ও মাথার পেছনে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।ওসি বলেন, ঘটনার পর পুলিশের সিআইডির বিশেষজ্ঞ দলকে খবর দেওয়া হয়েছে।
পরে সিআইডির একটি দল ঘটনাস্থলে পৌঁছে ঘটনার তদন্তকাজ অব্যাহত রেখেছে। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
Leave a Reply