সারাক্ষণ ডেস্ক: পবিত্র শবে কদর উপলক্ষে বিরোধীদলীয় নেতা ও চেয়ারম্যান, জাতীয় পার্টি গোলাম মোহাম্মদ কাদের এমপি
দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। হাজার মাসের চেয়ে উত্তম এই মহিমান্বিত রজনী এ উপলক্ষে বিশ্বের সকল মুসলমান সম্প্রদায়কে মোবারকবাদ জানিয়েছেন তিনি। বার্তায় তিনি মুসলিম উম্মাহ্ এর সংহতি, সম্প্রীতি, ভ্রাতৃত্ব এবং সমৃদ্ধি কামনা করেন।
শবে-কদর পূণ্যময় রজনী। সহস্র মাসের চেয়েও উত্তম এই রাতটি মানব জাতির জন্য অসীম নেয়ামত। এই মহিমান্বিত রাতেই মানবতার মুক্তির জন্য পবিত্র কোরআন নাজিল হয়েছিলো। তাই মুসলিম উম্মাহর সামনে পবিত্র শবে কদর রাতটি বিশেষ সম্মানিত, তাৎপর্যপূর্ণ এবং ফজিলতময়। আমাদের ছোট্ট এই জীবনে হাজার মাসের চেয়েও বেশি ফজিলত অর্জন করার সুবর্ণ সুযোগ রয়েছে এই রাতেই। মহা সম্মানিত এই রাতের বরকতে সবার জীবন মঙ্গলময় হয়ে উঠুক।
Leave a Reply