সাধারণতঃ পাণ্ডারা কখনো নিজ থেকে অন্য কোনো জন্তুকে আক্রমণ করে না। পাহাড়ে বা জঙ্গলে কোনো শত্রুর সামনে পড়ে গেলে সে চট করে গাছে উঠে চোখ বুঁজে বসে থাকে। তাকে ধরতে না পেরে শত্রু গাছের নীচে অসহায়ভাবে চক্কর দিতে দিতে আস্ফালন করতে থাকে।
ধারেকাছে কোনো গাছ না থাকলে সে তখন বাঁশের জঙ্গল কিংবা ঘন লতাপাতার ঝোপের মধ্যে গা ঢাকা দিয়ে বেড়ায় যাতে শত্রু কাছে ঘেঁষতে না পারে।
Leave a Reply