শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৪১ অপরাহ্ন

সাউথ চায়না সি তে চায়না ও যুক্তরাষ্ট্রের মুখোমুখি মহড়া

  • Update Time : রবিবার, ৭ এপ্রিল, ২০২৪, ৭.৩২ পিএম

বেশ কয়েক বছর ধরে ফিলিপাইনকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

আগেই চায়নার আগ্রাসন থেকে ফিলিপাইনকে রক্ষার ঘোষণা দিয়ে রেখেছিল মার্কিন যুক্তরাষ্ট্র। প্রথমবারের মতো যৌথ সামরিক মহড়া আয়োজনের কথা আগেই ঘোষণা দিয়েছিল যুক্তরাষ্ট্র।

দক্ষিণ চীন সাগরে ফিলিপাইন, জাপান ও অস্ট্রেলিয়ার সঙ্গে এই মহড়া অনুষ্ঠিত হবার কথা। হয়েছে ঠিকই।

কিন্তু কোনো ধরনের ঘোষণা ছাড়াই একই দিনে সাগরের একই এলাকায় মহড়ার আয়োজন করে চায়না সামরিক বাহিনী।

আর আজ রোববার (৭ এপ্রিল)  বিতর্কিত দক্ষিণ চীন সাগরে একই দিনে মহড়া চালিয়েছে দুই পরাশক্তি ।

বেইজিংয়ের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) সাউদার্ন থিয়েটার কমান্ড বলেছে যে তারা ” দক্ষিণ চীন সাগরে নৌ ও বিমান কমব্যাট পেট্রলের আয়োজন করেছে। তাইওয়ানের চারপাশে ঘুরছে চীনের ৩০টি সামরিক বিমান।

চীনা সেনাবাহিনী রোববারের জলপথে তাদের কার্যক্রম সম্পর্কে আর কোনো বিস্তারিত জানায়নি।

ফিলিপাইন ও জাপানের নেতাদের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রথম ত্রিপক্ষীয় শীর্ষ বৈঠক শুরু হবে। তার আগেই এই মহড়ার হলো। এমন মহড়ার খবরে দুপক্ষের মধ্যেই উত্তেজনা সৃষ্টি হয়েছে।

শীর্ষ মার্কিন কর্মকর্তারা বারবার দক্ষিণ চীন সাগরে সশস্ত্র হামলার বিরুদ্ধে ফিলিপাইনকে রক্ষা করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি দিয়েছিলো। সেই ঘোষণাই এখন বেইজিংয়ের আতঙ্ক।

আল জাজিরা অবলম্বনে

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

kjhdf73kjhykjhuhf
© All rights reserved © 2024