সোমবার, ২০ মে ২০২৪, ০৪:০৮ অপরাহ্ন

শ্রীঘ্রই আলাদা হচ্ছে জোড়া শিশু সুমাইয়া ও খাদিজা

  • Update Time : সোমবার, ৮ এপ্রিল, ২০২৪, ৭.২১ পিএম

সারাক্ষণ ডেস্ক

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. দীন মোঃ নূরুল হক  আজ সোমবার ৭ এপ্রিল ২০২৪ইং তারিখে বিশ্ববিদ্যালয়ের বি ব্লকের রেজিস্ট্রার অফিস, প্রক্টর অফিস, পরীক্ষা নিয়ন্ত্রক অফিস, কেবিন ব্লকের অপারেশন থিয়েটারসমূহ, আইসিইউ ও  কেবিন ব্লকের দ্বিতীয় তলা পরিদর্শন করেছেন। এসময় তিনি পরিস্কার পরিচ্ছন্ন পরিবেশ বাজায় রাখার উপর গুরুত্বারোপ করে অপ্রয়োজনীয় ও অব্যহৃত বিভিন্ন জিনিসপত্র দ্রুত সরিয়ে ফেলার নির্দেশ দেন।

তিনি আইসিইউ, অপারেশন থিয়েটার, কেবিন ব্লকে চিকিৎসাসেবার খোঁজ-খবর নেন এবং সেখানকার চিকিৎসাসেবা কার্যক্রম আরো উন্নত করার পরামর্শ দেন। আইসিইউতে চিকিৎসাধীন স্বাচিপ এর সাবেক মহাসচিব অধ্যাপক ডা. এম এ আজিজ এর মাতা ৮৮ বছর বয়সী মিসেস কমলা খাতুনের চিকিৎসারও খোঁজ-খবর নেন মাননীয় উপাচার্য মহোদয়। পরে মাননীয় উপাচার্য মদোদয় কেবিন ব্লকের দ্বিতীয় তলায় চিকিৎসাধীন শরীরের পিছনের কোমড় থেকে নিম্নাংশে জোরা লাগানো জোড়া শিশু ৩০ মাস বয়সী সুমাইয়া ও খাদিজার চিকিৎসার খোঁজ খবর নেন। শিশু বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা, একেমএম জাহিদ হোসেন জানান, কমপক্ষে তিনবার জটিল অস্ত্রোপচারের মাধ্যমে এই জোরা লাগা শিশুর আলাদা করার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

এসময় ডিন অধ্যাপক ডা. দেবব্রত বনিক, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান, প্রক্টর অধ্যাপক ডা. মোঃ হাবিবুর রহমান দুলাল, এ্যানেসথেশিয়া, এ্যানালজেশিয়া এন্ড ইনটেনসিভ কেয়ার মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. দেবাশীষ বনিক, শিশু বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা, একেমএম জাহিদ হোসেন, অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. নাজির উদ্দিন মোল্লাহ, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ডা.  মোঃ রেজাউর রহমান, সহকারী প্রক্টর সহযোগী অধ্যাপক ডা. মোঃ আরিফুল ইসলাম জোয়ারদার টিটো, এ্যানেসথেশিওলজিস্ট ডা. মোঃ আশরাফুজ্জামান সজীব প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

kjhdf73kjhykjhuhf
© All rights reserved © 2024