নিজস্ব প্রতিবেদক
আজ (২৫ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকার জাতীয় প্রেসক্লাবের মাওলানা মুহাম্মদ আকরম খাঁ হলে ভিকারুন্নিসা নূন স্কুল এন্ড কলেজ, আজিমপুর দিবা শাখা’র নিপীড়িত শিক্ষার্থী এবং তাদের অভিভাবকবৃন্দ দিবা শাখার গণিত শিক্ষক (মাস্টার ট্রেইনার) মুরাদ হোসেন সরকার কর্তৃক যৌন নিপীড়নের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইকরা শাহিদী। অভিভাবকবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সালমা হক, মমতাজ খানম, সায়েদা খানম সহ প্রাক্তন ও বর্তমান নিপীড়িত শিক্ষার্থীবৃন্দ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, দিবা শাখার গণিত শিক্ষক (মাস্টার ট্রেইনার) মুরাদ হোসেন সরকার দীর্ঘদিন যাবত শিক্ষার্থীদের সঙ্গে যৌন নিপীড়ন চালিয়ে আসছিলেন। তার এই হীন কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে আমরা আজকের এই সংবাদ সম্মেলনের আয়োজন করেছি, যাতে সাধারণ শিক্ষার্থীরা ভবিষ্যতে এই ধরনের ন্যাক্কারজনক যৌন হয়রানির শিকার না হয়। আমরা স্কুল কর্তৃপক্ষের নিকট দাবি জানাচ্ছি অবিলম্বে নিপীড়ক শিক্ষককে বহিস্কার করা হোক। শিক্ষা প্রতিষ্ঠানে যৌন নিপীড়ন বিরোধী নীতিমালার আলোকে আইনের আওতায় আনার দাবি জানানো হয়। নিপীড়িত শিক্ষার্থীদের ন্যায়বিচারের লক্ষ্যে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
Leave a Reply