শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৯:০৮ পূর্বাহ্ন

ধামরাইয়ে ২০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

  • Update Time : বুধবার, ১০ এপ্রিল, ২০২৪, ২.২৯ পিএম

ধামরাই ( ঢাকা) প্রতিনিধি:

ঢাকার ধামরাইয়ে নিম্ন আয়ের ২০০ টি পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৯ এপ্রিল) বিকেলে উপজেলার যাদবপুর ইউনিয়নের যাদবপুর বিএম স্কুল এন্ড কলেজের মাঠে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দরে ‘গ্লোবাল রিলিফ ট্রাষ্ট বাংলাদেশ’ ( GRT) নামে একটি সংস্থার সহযোগিতায় এবং বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো: শহীদুল ইসলাম ( ইমিগ্রেশন- বাংলাদেশ আন্তর্জাতিক বিমান বন্দর) এর উদ্যোগে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

খাদ্য সামগ্রীর মধ্যে ছিল পোলাও চাল ২ কেজি, কুলসন সেমাই ২ প্যাােট, লাচ্ছা সেমাই ২ প্যাকেট, সুজি ৫০০ গ্রাম, স্টিক নুডলস ২ প্যাকেট, চিনি ১ কেজি, গুড়া দুধ ৫ গ্রাম, সেমাই মসলা ১ টি,মিক্সড ডাল ৫০০ গ্রাম, হলুদ গুড়া ১০০ গ্রাম, মরিচ গুঁড়া ১০০ গ্রাম, ধনিয়া গুড়া ১০০ গ্রাম, গরম মসলা ১ প্যাকেট, মুরগী ( জীবন্ত) ১ টি।

অতিরিক্ত পুলিশ সুপার মো: শহীদুল ইসলাম সব সময় অসহায় ও দরিদ্র পরিবারের লোকজনের পাশে থেকে সহযোগিতা করেন। তিনি বিত্তবানদেরকে আহবান করেন অসহায় নিম্ন আয়ের মানুষের পাশে থেকে সহযোগিতা করতে যেন সামনে ঈদে তারাও সকলের সাথে আনন্দ ভাগাভাগি করে নিতে পারে।

বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো: আওলাদ হোসেনের সভাপতিত্বে খাদ্য সামগ্রী বিতরণের সময় আরো উপস্থিত ছিলেন বন কর্মকর্তা জাহিদুল ইসলাম, স্কুল শিক্ষক মীর শফিকুল আলম শিহাব, ইউপি সদস্য নজরুল ইসলাম, আলোকিত যাদবপুর সংগঠনের যুগ্ন সাধারণ সম্পাদক মাসুদ বাবুল পাপনসহ এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

kjhdf73kjhykjhuhf
© All rights reserved © 2024