কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজার টেকনাফের কয়েকটি সীমান্ত দিয়ে মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) ৯ জন সদস্য পালিয়ে এসেছে। তাদের কাছ থেকে অস্ত্র জমা নিয়ে বিজিবি তাদের হেফাজতে নিয়েছে।
রবিবার (১৪ এপ্রিল) সকালে টেকনাফস্থ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সীমান্ত দিয়ে বিচ্ছিন্নভাবে তারা পালিয়ে এসেছে। তবে কত জন সদস্য পালিয়ে এসে আশ্রয় নিয়েছেন তার সংখ্যা সঠিক বলা যাচ্ছে না। সবাইকে একত্রে করে আশ্রয় নেওয়া বিজিবি সদস্যদের সংখ্যা জানানো হবে। বিজিবির দায়িত্বশীল এক কর্মকর্তা বলেছেন, টেকনাফের হ্নীলা ইউনিয়নের ঝিমংখালী ও খারাংখালী সীমান্ত দিয়ে স্বশস্ত্র ৯ জন বিজিপি সদস্য পালিয়ে আসে। তাদের মধ্যে বেশ কয়েকজন আহত রয়েছে।
অস্ত্র জমা নিয়ে এই ৯ জনকে প্রথমে হ্নীলা উচ্চ বিদ্যালয়ে নিয়ে যাওয়া হয়। ওখান থেকে আহতদের বিজিবির নিজস্ব একটি অ্যাম্বুল্যান্স নিয়ে কক্সবাজার সদর হাসপাতালের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। তবে বেলা ১১টা পর্যন্ত কক্সবাজার সদর হাসপাতালে তাদের আনা হয়নি।সংঘাতের কারণে সরকারি বাহিনীর বেশ কিছু সদস্য কয়েক দফায় বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। সর্বশেষ গত ৩০ মার্চ মিয়ানমার সেনাবাহিনীর তিন জন সদস্য নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে বাংলাদেশে আশ্রয় নেন। এর আগে ১১ মার্চ আশ্রয় নেন আরও ১৭৭ জন বিজিপি ও সেনাসদস্য। তারা সবাই নাইক্ষ্যংছড়ি সদরে ১১ বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) হেফাজতে রয়েছেন। এর আগে কয়েক দফায় বাংলাদেশে আশ্রয় নিয়েছিলেন আরও ৩৩০ জন। গত ১৫ ফেব্রুয়ারি ৩৩০ জনকে মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছিল।
Leave a Reply