কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বাংলা নববর্ষ পহেলা বৈশাখ উদযাপিত হয়েছে। রবিবার ১৪ (এপ্রিল) একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজনের মধ্য দিয়ে এ শোভাযাত্রা শুরু হয়।
জেলা প্রশাসন বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এতে অংশ নেয়। জেলা শিল্পকলা একাডেমীতে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রুবেল মাহমুদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, সিভিল সার্জন ডাঃ সাইফুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম.এ আফজল, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আসাদ উল্লাহ, কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মোঃ পারভেজ মিয়া গণতন্ত্রী পার্টির সভাপতি এ্যাড. ভূপেন্দ্র ভৌমিক দোলন বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন অংশ গ্রহন করেন।
Leave a Reply