সারাক্ষণ ডেস্ক
ঈদে মুক্তি পেল বলিউড সুপারস্টার অজয় দেবগান অভিনীত সিনেমা ‘ময়দান’।
সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই সিনেমাটিতে অজয় দেবগানকে প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা গেছে ।
‘ময়দান’ সিনেমাটিতে ভারতীয় ফুটবলের স্বর্ণ যুগকে ফুটিয়ে তোলা হয়েছে।
ভারতের সাবেক ক্রিকেটার সৌরভ গাঙ্গুলী ‘ময়দান’ ছবির পোস্টার দিয়ে টুইট করে বলেন, ময়দান ‘ভারতের কিংবদন্তি ফুটবল কোচ সৈয়দ আবদুল রহিমের মনোমুগ্ধকর একটি চিত্রায়ন’।
তিনি আরও বলেন,’ময়দান’ সিনেমার মধ্য দিয়ে ভারতীয় ফুটবলের স্বর্ণযুগকে তুলে ধরা হয়েছে।
আইকনিক এই সিনেমাটি দেখার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।
Leave a Reply